Central Bank of India Apprentice 2025 : সেন্ট্রাল ব্যাংকে ৪৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ – আজই আবেদন করুন!

Central Bank of India Apprentice : ভারতের অন্যতম প্রাচীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ২০২৫–২৬ অর্থবছরের জন্য Apprentice Recruitment বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সদ্য স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০৭ এই জুন ২০২৫
অনলাইন আবেদন শুরু০৭ এই জুন ২০২৫
আবেদনএর শেষ তারিখ২৩ ই জুন ২০২৫
FEES জমার শেষ তারিখ২৫ ই জুন ২০২৫
পরীক্ষার তারিখজুলাই ২০২৫ এর প্রথম সপ্তাহ
Central Bank of India Apprentice 2025
Central Bank of India Apprentice Recruitment

Central Bank of India Apprentice 2025 Total Vacancy

মোট সীট সংখ্যা৪৫০০ জন
TRAINING DURATION12 মাস
STIPENDপ্রতি মাসে 15000/- টাকা
POSTINGরাজ্যভিত্তিক , (Across India)
JOB TYPEপ্রশিক্ষণ (No job guarantee)

শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (Graduation)
  • ০১ জানুয়ারি ২০২১ অথবা পরে স্নাতক সম্পন্ন হতে হবে।
  • NATS পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলকhttps://nats.education.gov.in

বয়সসীমা (AS ON 31 MAY 2025)

GENERAL/EWS২০ থেকে ২৮ বছর এর মধ্যে হতে হবে।
SC / ST+ ৫বছরের ছাড় আছে।
OBC+৩ বছরের ছাড় আছে।
PwBD (ভিন্নতা অনুযায়ী)+ ১০ থেকে +১৫ বছরের ছাড় আছে।

নিয়োগ প্রক্রিয়া

  • Online Examination (100 Marks)

প্রথম ধাপে একটি ৬০ মিনিটের অনলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপে এবং নেগেটিভ মার্কিং থাকবে না

  • স্থানীয় ভাষা পরীক্ষা (Local Language Test)

প্রার্থীকে আবেদন করা রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে – অর্থাৎ পড়া, লেখা, বলা ও বোঝার ক্ষমতা থাকতে হবে।

  • ডকুমেন্ট যাচাই ও মেডিক্যাল ফিটনেস

চূড়ান্ত নির্বাচন হবে ডকুমেন্ট যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে। যদি কোনও অনিয়ম বা অযোগ্যতা ধরা পড়ে, তবে প্রার্থিতা বাতিল হতে পারে।

Application Fees (Non-refundable)

General₹800/- + 18%GST
SC/ST/EWS/Women₹600/- + 18%GST
PwBD₹400/- + 18%GST

Central Bank of India Apprentice 2025 কী ভাবে আবেদন করবে –

  • BFSI SSC-এর ই-মেইল অনুসরণ করে বিস্তারিত ফর্ম পূরণ ও ফি প্রদান করুন।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট (জন্ম সনদ, স্নাতক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি) প্রস্তুত রাখুন।

গুরুত্বপূর্ণ Links

Central Bank of India Apprentice 2025 ক্যারিয়ার পেজhttps://www.centralbankofindia.co.in/en/recruitments
NATS রেজিস্ট্রেশন পোর্টালhttps://nats.education.gov.in
BFSI SSC অফিশিয়াল সাইটhttps://bfsissc.com

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

  • একজন প্রার্থী শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন।
  • প্রশিক্ষণের পর চাকরির নিশ্চয়তা নেই
  • প্রশিক্ষণের সময় আবাসন বা যাতায়াত ভাতা দেওয়া হবে না।
  • যাঁরা পূর্বে কোথাও অ্যাপ্রেন্টিস করেছেন, তাঁরা অযোগ্য বলে গণ্য হবেন।

Read More : মাত্র ₹৮,৫০০ টাকায় ১০০ কিমি রেঞ্জ! টাটার নতুন ইলেকট্রিক সাইকেল ঝড় তুলছে বাজারে!

Free Bangla News

Free Bangla News পোর্টালটি পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি জনপ্রিয় ও ভরসাযোগ্য পোর্টাল। এখানে প্রকল্পের আপডেট, কৃষক সংক্রান্ত খবর, চাকরির খবর, কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন খবরের আপডেট ,ট্রেন্ডিং খবর সমস্ত কিছু পেয়ে যাবেন।

Leave a Comment